চাঁদপুর-৩ আসনে ৮ প্রার্থী, ৩ জন কোটিপতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে চূড়ান্তভাবে ভোটের মাঠে টিকে আছেন আটজন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, এই আট প্রার্থীর মধ্যে তিনজন কোটিপতি। এছাড়া আরও এক প্রার্থীর স্ত্রী কোটিপতি বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—বিএনপির শেখ ফরিদ আহমেদ, জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মিয়া, খেলাফত মজলিসের তোফায়েল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নাল আবদিন শেখ, গণঅধিকার পরিষদের মো. জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এ এইচ এম আহসান উল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. জাহাঙ্গীর হোসেন এবং জাকের পার্টির নুরুল ইসলাম।
বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ
বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ পেশায় একজন ব্যবসায়ী। তার শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস। হলফনামা অনুযায়ী, বাড়ি ভাড়া থেকে তার বার্ষিক আয় ৩৫ লাখ ৬১ হাজার ৬০০ টাকা এবং ব্যবসা থেকে ছয় লাখ ৮০ হাজার ৭৪৫ টাকা। তার হাতে নগদ রয়েছে এক কোটি ১০ লাখ ৮৪ হাজার ৩৮৭ টাকা। বর্তমানে তার ব্যবহৃত সম্পত্তির বাজারমূল্য ১৪ কোটি ৭০ লাখ টাকা এবং কৃষি, অকৃষি ও ফ্ল্যাটসহ অন্যান্য সম্পত্তির বর্তমান মূল্য ১৮ কোটি টাকা। তিনি ইতোপূর্বে সাতটি মামলা থেকে খালাস পেয়েছেন। তার স্ত্রী মুনিরা আহমেদের নামেও ছয় কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তি রয়েছে।
জামায়াত প্রার্থী মো. শাহজাহান মিয়া
জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেশায় একজন আইনজীবী। তার শিক্ষাগত যোগ্যতা এলএলবি। আইন পেশা থেকে তার বার্ষিক আয় তিন লাখ ৫৯ হাজার টাকা। বর্তমানে তার কাছে নগদ ১৭ লাখ ৮০ হাজার ৪৭ টাকা রয়েছে। তার ব্যবহৃত ও বাণিজ্যিক সম্পত্তির বর্তমান মূল্য দুই কোটি ২০ লাখ টাকা। তিনি বিভিন্ন সময়ে ১১টি মামলা থেকে খালাস ও অব্যাহতি পেয়েছেন।
খেলাফত মজলিস প্রার্থী তোফায়েল আহমদ
কোটিপতি প্রার্থীদের তালিকায় থাকা খেলাফত মজলিসের তোফায়েল আহমদ পেশায় ব্যবসায়ী। তার হাতে বর্তমানে নগদ অর্থ রয়েছে এক কোটি ১১ লাখ ৫৮ হাজার ৬০৫ টাকা। তার ব্যবহৃত ও অন্যান্য সম্পত্তির বর্তমান মূল্য এক কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা। তার স্ত্রী মারজিয়া খানমও ব্যবসায়ী এবং তার নামে ৮২ লাখ টাকার সম্পত্তি রয়েছে।
ইসলামী আন্দোলনের জয়নাল আবদিন শেখ
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জয়নাল আবদিন শেখ নিজে কোটিপতি না হলেও তার স্ত্রী সাজেদা বেগম কোটিপতি। জয়নাল আবদিনের হাতে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা থাকলেও তার স্ত্রীর কৃষি ও বাণিজ্যিক সম্পত্তির বর্তমান বাজারমূল্য এক কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে এই আট প্রার্থী চাঁদপুর-৩ আসনে একে অপরের মুখোমুখি হবেন।

শরীফুল ইসলাম, চাঁদপুর