ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শীতকালীন আবহাওয়ার প্রভাবে পদ্মা নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা জমতে শুরু করে। রাত ১১টার পর কুয়াশার তীব্রতা এতটাই বৃদ্ধি পায় যে ফেরির মার্কিং বাতির আলো দেখা অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নৌপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফেরি চলাচল স্থগিত রাখা হয়।
ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে বর্তমানে একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে নোঙর করে আছে। এছাড়া পাটুরিয়া ঘাটে পাঁচটি এবং দৌলতদিয়া ঘাটে চারটি ফেরিকে নোঙর করিয়ে রাখা হয়েছে। এই আকস্মিক অচলাবস্থায় নৌরুটের উভয় পাড়ে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়েছে। তীব্র শীতে ঘাটে আটকা পড়া যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কমে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। ফেরি সার্ভিস চালু হওয়ার পর অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পারাপার করা হবে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ