ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বিষয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে চারপাশ। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে। তবে কুয়াশা কেটে গেলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় বেশ কম। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌ-যোগাযোগে কিছুটা সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদগণ।

এনটিভি অনলাইন ডেস্ক