চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান
চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন।
একই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি সংশ্লিষ্ট জেলা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে।
পত্রে জানানো হয়, সফরসূচি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।
সফরসূচি অনুযায়ী—
১১ জানুয়ারি ঢাকা থেকে সফর শুরু করে ১২ ও ১৩ জানুয়ারি বগুড়া, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও হয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।
১৩ জানুয়ারি তিনি পঞ্চগড় (দুপুর ১টা ৩০), নীলফামারী (বিকাল ৪টা) ও লালমনিরহাটে (সন্ধ্যা ৭টা) কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন। পরে রংপুরে রাত্রিযাপন করবেন।
১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন আজ বুধবার (৭ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক