সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে তিস্তা এক্সপ্রেস অবরোধ
জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে মানববন্ধন ও তিস্তা এক্সপ্রেস অবরোধ করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনে এই মানববন্ধন ও তিস্তা এক্সপ্রেস অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি স্টেশনে এসে পৌঁছালে স্থানীয়দের অবরোধের মুখে পড়ে। এ সময় তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় এলাকাবাসী।
অবরোধ কর্মসূচিতে নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপন, নরুন্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউসুফ আলী বক্তব্য দেন।
আরও পড়ুন : বনলতা এক্সপ্রেস থেকে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ, আটক ৪
অবরোধ চলাকালে বক্তারা বলেন, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র দুটি আন্তঃনগর ট্রেন নরুন্দি স্টেশনে যাত্রা বিরতি দেয়। এই অঞ্চলের পাঁচটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ এই পথে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। কিন্তু সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি না থাকায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। তাই সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি, স্টেশনের উন্নয়নসহ দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবি জানান তারা।
ঘণ্টাব্যাপী ট্রেন অবরোধ শেষে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে স্থানীয় জনতা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন : ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান
নরুন্দি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মাহমুদুল হক বলেন, স্থানীয়রা অনেক আগে থেকেই এই দাবি করে আসছিল। তাদের দাবিটি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অবরোধ প্রত্যাহার করায় বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর