ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফার্মগেট মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে বারোটার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ অবরোধ করে। পরে সাড়ে বারোটার দিকে ফার্মগেট মোড়ও অবরোধ করেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই দুই সড়কেই যানচলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় ফার্মগেটসহ আশপাশের সকল সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তেজগাঁও কলেজের শিক্ষার্থী মারুফ বলেন, সাকিব ভাই আমাদের সিনিয়র বড় ভাই, আমরা তার হত্যার দাবিতে কয়েক দফায় আন্দোলন করেছি কিন্তু এখনো বিচার পাইনি। তাই আজ আমরা আবারও সড়কে নেমেছি। এবার আর রাস্তা ছাড়বো না।
এক পথচারী জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুই পাশে রাস্তা বন্ধ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু কোনো বাস পাচ্ছি না। আকস্মিক এই অবরোধে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
গত ৪ জানুয়ারিও সাকিবুল হাসান রানা হত্যার দ্রুত বিচারের দাবিতে ফার্মগেট মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরবর্তীতে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে যায় তেঁজগাও কলেজের ছয় শিক্ষার্থী। পরে উপদেষ্টাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। ফের ১০ দিন পর আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
এর আগে গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে আইসিইউতে ভর্তি করা হলে চার দিন চিকিৎসাধীন থাকার পর গত ১০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক