সন্ত্রাসবিরোধী আইনে মার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে

বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। ছবি : এনটিভি
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে এনায়েত জড়িত। এ ঘটনার সঙ্গে আর যাঁরা জড়িত, তাঁদের খুঁজে বের করার জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
নথি থেকে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর এনায়েতকে (৫৫) সন্দেহভাজন হিসেবে আটকের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁর বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।