মাদ্রাসায় বিস্ফোরণের মামলায় ৬ আসামি রিমান্ডে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ‘উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ ভবনে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন– শাহিন ওরফে আবু বক্কর (৩২), আমিনুর ওরফে দর্জি আমিন (৫০), শাফিয়ান রহমান ফকির (৩৬), আছিয়া বেগম (২৮), ইয়াসমিন আক্তার ও আসমানী খাতুন।
ঢাকা জেলা আদালতের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ কামাল উদ্দীন জানান, আজ আসামিদের ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পুরুষ তিন আসামির ১০ দিন এবং নারী তিন আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পুরুষ আসামিদের ৭ দিন এবং নারী আসামিদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ওই মাদ্রাসায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল, দাহ্য পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনায় আজ রোববার (২৮ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম লিটন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই বিস্ফোরণের মূল পরিকল্পনা এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)