খুলে দেওয়া হলো হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন
ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছেড়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ বাড়ি ফিরতে শুরু করায় এ চাপ বাড়ছে। আজ বুধবার (৪ জুন) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মঙ্গলবার (৩ জুন) বিকেলেই হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন খুলে দেওয়া হয়েছে। এর ফলে হাটিকুমরুল গোলচত্বর এলাকার চাপ অনেকটা কমে এসেছে।
ওসি আব্দুর রউফ আরও জানান, বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। তবে মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ায় যানজটের তেমন কোনো আশঙ্কা নেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল থেকে সরকারি ছুটি শুরু হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়বে। এই চাপ সামাল দিতে হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং স্বেচ্ছাসেবীরা একসঙ্গে কাজ করছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ