কিশোরগঞ্জের হাওরে বজ্রাঘাতে নারীসহ তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে ইন্দ্রজিত দাস (৩৫) ও স্বাধীন মিয়া (১৪) নামে দুই কৃষক এবং ফুলেছা বেগম (৬৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে।
নিহত ইন্দ্রজিৎ দাস অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের বাসিন্দা মৃত যতীন্দ্রনাথ দাসের ছেলে, স্বাধীন মিয়া খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা ইদ্রিছ মিয়ার ছেলে ও ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশরাফ আলীর স্ত্রী।
সোমবার (২৮ এপ্রিল) সকালে হাওরে ধান কাটতে গেলে পৃথক বজ্রপাতে উল্লিখিত দুজন কৃষক ও নিজের খলায় ধানের খড় ঢাকতে গেলে ফুলেছা বেগমের মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ও মিঠামইন থানার উপ-পরিদর্শক অর্পণ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা)