ভৈরবে তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শন সিএসএফের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশস্থল কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়ামসহ আশপাশের এলাকা পরিদর্শন করেছে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিএসএফের একটি দল সমাবেশস্থল পরিদর্শনে করেন।
ক্যাপ্টেন (অব.) মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে আসা সিএসএফ সদস্যরা স্টেডিয়ামসহ আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি ভৈরব-কুলিয়ারচর আসনের প্রার্থী মো. শরীফুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ভৈরব পৌর স্টেডিয়ামে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। সেখানে তিনি কিশোরগঞ্জ জেলার ছয়টি নির্বাচনি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
সমাবেশে জেলার সব কটি আসনের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকসহ বিএনপিও অঙ্গ-সহযোগী সংগঠনের বিশাল সমাবেশ ঘটবে বলে স্থানীয় নেতাদের ধারণা।
সমাবেশ ঘিরে স্টেডিয়ামের নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা কাজ করছে। জেলা বিএনপির সভাপতি ও ভৈরব-কুলিয়ারচর আসনের প্রার্থী মো. শরীফুল আলম সেই প্রস্তুতি নিজে উপস্থিত থেকে তদারকি করছেন।
পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্যাপ্টেন (অব.) আক্তারুজ্জামান ও শরীফুল আলম।
ক্যাপ্টেন আক্তারুজ্জামান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ভৈরবসহ কয়েকটি সমাবেশে বক্তব্য দেবেন। আমরা ভৈরবের সমাবেশটির নিরাপত্তাসহ নানা বিষয় সম্পর্কে জানার জন্য এসেছি।
শরীফুল আলম বলেন, বিএনপির ভৈরবের সমাবেশ একটি জনসমুদ্রে পরিণত হবে। এখানে জেলার ছয়টি নির্বাচনি আসনের প্রার্থীদের চেয়ারম্যান পরিচয় করিয়ে দেবেন। সমাবেশে ছয়টি নির্বাচনি আসনের প্রার্থীসহ তাদের কর্মী-সমর্থক ও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীর সমাগম ঘটবে। তাই এই বিশাল সমাবেশের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে সিএসএফ সদস্যরা অবগত হতে পরিদর্শনে এসেছেন।
আগামী ২২ জানুয়ারি সিলেটে হজরত শাহজালাল ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত শেষে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান। সেদিন তিনি সড়ক পথে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে বেশ কয়েটি স্থানে সমাবেশে যোগ দিয়ে স্থানীয় দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এর মধ্যে ভৈরবের সমাবেশে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের প্রার্থীদের পরিচয় করানোসহ নির্বাচনি বক্তব্য দেবেন।

মোস্তাফিজ আমিন, ভৈরব