কুমিল্লায় যুবককে জবাই করে হত্যা
কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন (৩২) নামের এক যুবককে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৫ মার্চ) বড় ঘারমোরা গ্রামে এ ঘটনা ঘটে। দূর্বৃত্তরা মরদেহ নির্জন স্থানে ফেলে রেখে যায়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বিল্লাল কুমিল্লা হোমনা উপজেলার বড় ঘারমোরা গ্রামের বাসিন্দা।
ওসি জাবেদ উল ইসলাম বলেন, কেন এই হত্যাকাণ্ড, সেটি এ মুহুর্তে বলা সম্ভব না। তবে তদন্ত চলছে। তদন্তের পর হয়তো বলা যাবে হত্যাকাণ্ডের মূল রহস্য।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা