মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ২০০ মণ পাট
মুন্সীগঞ্জের কাটাখালিতে জেলা খাদ্য ভবনের পাশে একটি পাটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা ২০০ মণ পাট পুড়ে গেছে। আজ শনিবার (১৭ আগস্ট) ব্যবসায়ী নুর হোসেনের গুদামে এ আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসে দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ভুক্তভোগী ব্যবসায়ী নুর হোসেন বলেন, চার বছর ধরে এখানে পাট মজুত করে ব্যবসা করে আসছি। আজ সকালেও এসে দেখাশুনা করে গেছি। দুপুরে খবর পাই গুদামে আগুন জ্বলছে। এসে দেখি প্রায় ২০০ মণ পাট আগুনে জ্বলছে। আগুনের এ ঘটনায় প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী নুর হোসেনের।
এদিকে, মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ. রাকিব আগুনের তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুইটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ