নিম্ন আদালতে আসামিদের জন্য লোহার খাঁচা অপসারণে আইনি নোটিশ
 
          ঢাকা সিএমএম কোর্ট। এনটিভির ফাইল ছবি        
          নিম্ন আদালতে আসামিদের জন্য স্থাপিত কাঠগড়ায় লোহার খাঁচা অপসারণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল রোববার (১৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। নোটিশটি আইন ও বিচার বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও পুলিশ মহাপরিদর্শককে পাঠানো হয়েছে।
নোটিশে আগামী চার সপ্তাহের মধ্যে লোহার খাঁচা অপসারণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, সংবিধানের ৩৫ (৫) অনুচ্ছেদ ও আন্তর্জাতিক বিধানাবলীতে বলা হয়েছে, কোনো ব্যক্তির সঙ্গে নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনামূলক কাজ করা যাবে না। নিম্ন আদালতে কাঠগড়ায় লোহার খাঁচার মাধ্যমে তেমনটিই করা হয়েছে।
অবিলম্বে লোহার খাঁচা অপসারণ করে সেখানে কাঠগড়া স্থাপন করা দরকার বলেও নোটিশে জানানো হয়েছে।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
