সারাদেশে নিম্ন আদালতে অবকাশ শুরু
সারাদেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ আদালতসহ অধীনস্থ সব আদালতে বার্ষিক অবকাশ শুরু হয়েছে। তবে এ ছুটির আওতার বাইরে থাকবে সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে নিম্ন আদালতগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি মামলা নিষ্পত্তির জন্য আদালতের সংশ্লিষ্ট কিছু বেঞ্চের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মাদ কামরুল হাসান খানকে জরুরি মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৮, ৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।
এছাড়া, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৯, ১০, ১১, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর অবকাশকালীন জরুরি মামলা নিষ্পত্তি করবেন।
তবে এবারও দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতের কার্যক্রম বন্ধ থাকিবে।

আদালত প্রতিবেদক