চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে বাস দুর্ঘটনায় আহত একজন। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জন মো. মনির জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী যাত্রীসেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে এক বাস যাত্রী মারা যায় এবং প্রায় ২০ জন আহত হয়। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

কাজী রাশেদ, চান্দিনা