মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিকে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে খাদিজা আক্তার (১৬) নামে দশম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক অজ্ঞাত ব্যক্তি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে বড়তাকিয়া এলাকায় একটি দ্রুতগামী মালবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই খাদিজা আক্তার প্রাণ হারায়। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করেছে। নিহত একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হলেও অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী। তিনি এনটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনায় দুজন মারা গেছেন এবং চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)