সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার পঞ্চগড় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার পঞ্চগড় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
পঞ্চগড় সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন।
পেশাগত দায়িত্ব পালন করার সময়সহ বিভিন্ন সময়ে সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। মামলা করা হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। হামলাকারীরা যে দলেরই হোক না কেন তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পঞ্চগড়ের সচেতন সাংবাদিক সমাজ।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়