বুড়িচংয়ে ৪ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলায় চার হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কংসনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইউসুফ আলী (৪৫) কংসনগর গ্রামের বাসিন্দা।
র্যাব-১১ কুমিল্লা জানায়, কংসনগর গোমতী নদীর ব্রিজের পশ্চিম পাশের পাকা রাস্তায় কতিপয় মাদক ব্যবসায়ীর মাদক কেনাবেচার সংবাদ পেয়ে র্যাব অভিযান চালায়। এ সময় ইউসুফকে গ্রেপ্তার করা হয় এবং মাদক বিক্রির চার হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বুড়িচং থানায় মাদক আইনে মামলা হয়েছে। ইউসুফ আলীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা