নিষিদ্ধ ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি বিমানবন্দরে গ্রেপ্তার
রাজবাড়ী জেলার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে (৩৩) কাতার যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি ) দুপুর ১২টা ৩০ মিনিটে বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল। তিনি জানান, শাহিন শেখ কাতারগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য শনাক্ত হলে পুলিশ তাকে আটক করে। এরপর রাজবাড়ী জেলা পুলিশের একটি দল সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর থানায় পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, শাহিন শেখের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টার এবং অন্যগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে।

মো. কবির হোসেন, রাজবাড়ী