নাটোরে জামায়াত নেতার ভাইকে হত্যা
 
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার একটি পুকুরপাড় থেকে আজ সোমবার সকালে জামায়াতে ইসলামীর এক নেতার ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নাটোর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, দিঘাপতিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি রুহুল আমিন জিহাদীর সৎভাই ভাই আবদুল বাছির আজ সকালে দিঘাপতিয়া ঘোষপাড়া এলাকার বাসা থেকে বের হন। স্থানীয় বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ওই এলাকার একটি পুকুরের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত বাছির সবজির ব্যবসা করতেন বলে জানিয়েছেন তাঁর ভাই রুহুল আমিন জিহাদী।

 
                   হালিম খান, নাটোর
                                                  হালিম খান, নাটোর
               
 
 
 
