পঞ্চগড়ে নসিমন খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৮
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নসিমন খাদে পড়ে হাসান আলী (১৯) নামের এক পাথরশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন শ্রমিক আহত হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলিডাঙ্গী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম হাসান আলী। তিনি তেঁতুলিয়ার কসির উদ্দীনের ছেলে।
আহত পাথরশ্রমিকরা হলেন শাহানাজ বেগম (৩৫), জমিলা বেগম (৪৫), বেগম (২৫), করিমন (৫০), জলিল (১৫), রহিমা বেগম (৫২), রওশন আরা (৪৫) ও আমেনা বেগম (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে পাথর ভাঙার কাজ করতে শ্রমিকরা নসিমনে করে বাংলাবান্ধা স্থলবন্দরের পাগলিডাঙ্গী এলাকায় যাচ্ছিলেন। পথে নসিমনচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে দেন। হাসপাতালের চিকিৎসক সুমন চন্দ্র রায় পাথরশ্রমিক হাসান আলীকে মৃত ঘোষণা করেন।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে এক পাথরশ্রমিক নিহত ও অপর আটজন আহত হয়েছেন।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়