মেহেরপুরে পিকনিকের বাস উল্টে খাদে, আহত ৩০
 
মেহেরপুরে পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও আহতদের দেওয়া তথ্য সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩৭ জন মিলে হাসান পরিবহন নামের একটি বাস দিয়ে পিকনিক করতে নাটোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। বাসটি দ্রুত গতিতে তেরাইল ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গভীর খাদে পড়ে। ওই সময় যাত্রীরা বাসের মধ্যে আটকে ছিলেন।
এরপর খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাজনগর গ্রামের একই পরিবারের চারজনসহ ১২ জনকে ভর্তি করা হয়।
বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী বলেন, ‘বাস উল্টে যাত্রীরা আটকে পড়েছিলেন। বাসযাত্রীদের বেশির ভাগ আহত হয়েছেন। বাসটির চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছে।’
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আবাসিক) আব্দুল্লাহ আল মারুফ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসের চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

 
                   রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
                                                  রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
               
 
 
 
