‘জিয়া, এরশাদ ও খালেদা জিয়া রবীন্দ্র গবেষণায় বাধা সৃষ্টি করেছেন’
নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়া রবীন্দ্র গবেষণায় বাধা সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের চেতনার বিকাশকে বাধাগ্রস্ত করেছে। কিন্তু, বর্তমান শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রবীন্দ্র গবেষণার সুযোগ সৃষ্টি করেছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
‘বর্তমান সরকার রবীন্দ্রনাথের চেতনাকে সারা বাংলায় ছড়িয়ে দিচ্ছে’ উল্লেখ করে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, “বঙ্গবন্ধু রবীন্দ্রনাথকে ধারণ করতেন, তাঁকে ভালোবেসে ‘আমার সোনার বাংলা’-কে জাতীয় সংগীত করেছেন।”
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘রবীন্দ্রনাথের বাংলায় জীবনমান আরও উন্নত হবার কথা ছিল। কিন্তু, আমরা রবীন্দ্রনাথের চেতনাকে নানা কারণে বঙ্গবন্ধু পরবর্তী সময়ে ধারণ করতে পারিনি। রবীন্দ্রনাথ যে কৃষকদের ভালোবেসে তাঁর জমিদারির ১৪শ বিঘা জমি দান করেছিলেন, সেই কৃষকদের নির্যাতন করা হয়েছে। বঙ্গবন্ধু জীবিত থাকলে, আমরা রবীন্দ্রনাথকে ধারণ করার সুযোগ পেলে এ দেশ আরও অনেক আগেই সমৃদ্ধ বাংলাদেশ হতো।’
জেলা প্রশাসক ড. ফারুখ আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আজম শান্তনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ চয়ন ইসলাম, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদি প্রমুখ।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ