বিএনপিনেতারা রাজনীতিতে ধর্মের ব্যবসা করেন না : টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা যারা বিএনপি করি আমরা ধর্মের ব্যবসা করি না। ইসলামে কোথাও লেখা নাই যে ধর্ম ব্যবসা করে রাষ্ট্র ক্ষমতা দখল করো। রাসুলের প্রদর্শিত পথে চলাটাই আমাদের দায়িত্ব।
সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজ বাসভবনে শহরের সব মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মদিনার রাসুলের যে সনদ সে হিসেবে আমরা বাংলাদেশ চালাব।
মতবিনিময় সভায় ইকবাল হাসান মাহমুদ টুকু আগামী ১১ জানুয়ারি সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্কে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে সব মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও মাদ্রাসার ছাত্রদের উপস্থিত থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামসহ শহরের ২১৯টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ