তাহেরীর ৩১ ভরি স্বর্ণ ও পৌনে ২ কোটি টাকার সম্পদ
ইসলামিক বক্তা হিসেবে পরিচিত মুখ গিয়াস উদ্দিন তাহেরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। হবিগঞ্জ-৪ আসনে তাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। ইতোমধ্যে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি। হলফনামার তথ্য অনুযায়ী, তার স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা। এ ছাড়া তার নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণ। তবে তার স্ত্রীর নামে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও সম্পদের পরিমাণ হলফনামায় উল্লেখ করা হয়নি। শুধু তার স্ত্রী গৃহিণী বলে উল্লেখ করা হয়েছে।
গিয়াস উদ্দিন তাহেরীর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুর বাড়ি। তাই তিনি হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং সেগুলো চলমান।
হলফনামার তথ্য অনুসারে, গিয়াস উদ্দিন তাহেরী পেশায় ব্যবসায়ী। তার আয়ের খাত ব্যবসা, কৃষি ও ব্যাংকের সুদ।
হলফনামা থেকে জানা যায়, গিয়াস উদ্দিন তাহেরী কৃষি খাত থেকে বছরে ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার এবং শেয়ার, বন্ড/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত/সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা ২২ হাজার ৮৯২ টাকা আয় করেন।
আলোচিত এই ইসলামিক বক্তার নগদ অর্থের পরিমাণ ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে আমানত আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। তার ৬ লাখ টাকার ৩১ ভরি স্বর্ণ, ৫ লাখ টাকার আসবাবপত্র আছে। সবমিলিয়ে তার ১৯ লাখ ৪ হাজার ৮৯২ টাকার অস্থাবর সম্পদ রয়েছে।
এ ছাড়া স্থাবর সম্পত্তি হিসেবে গিয়াস উদ্দিন তাহেরীর বর্তমান মূল্যে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকার কৃষি জমি আছে। তবে তার স্ত্রী বা তার ওপর নির্ভরশীলদের কারও নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র, নগদ টাকা নেই।

নিজস্ব প্রতিবেদক