ছোটদের সময় শিশুসাহিত্য উৎসবে শিশুবান্ধব সমাজ বিনির্মাণের আহ্বান
শিশু সাহিত্যের জনপ্রিয় ম্যাগাজিন ‘ছোটদের সময়’ নিয়মিত প্রকাশনার এক যুগে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘শিশুসাহিত্য উৎসব’। গত শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ পরিণত হয়েছিল লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায়। দিনব্যাপী এই উৎসবে শিশুবান্ধব বিনির্মাণের প্রতি জোর দেওয়া হয়েছে।
নানা আয়োজনে সাজানো উৎসবে ছবি আঁকা প্রতিযোগিতা, গল্পবলা প্রতিযোগিতা, আমন্ত্রিত লেখকের কণ্ঠে ছড়াকবিতা পাঠ, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী, শিশু সাহিত্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ছয় লেখককে ‘ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়।
ছোটদের সময় সম্পাদক মামুন সারওয়ার জানান, ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য খালেদ হোসাইন ও আহমদ মতিউর রহমান, ছোটদের সময় প্রকাশিত গল্পগ্রন্থ ‘ঈগল খরগোশ ও গুবরে পোকা’র জন্য আশরাফুন্নেছা দুলু, অনুবাদগ্রন্থ ‘লৌহদানব’র জন্য মনসুর আজিজ, জুলাই বিপ্লব বিষয়ক উপন্যাস ‘গোয়েন্দা কবলে মুগ্ধ’র জন্য আমিরুল মোমেনীন মানিক ও গল্পগ্রন্থ ‘ভাত খাওয়ানোর গল্প’র জন্য আশিক মুস্তাফা এ পুরস্কার পেয়েছেন।
উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। পুরস্কার বিতরনী পর্বে ইউনাইটেড নেশনসের সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ—ইকোনোমিক অ্যান্ড সোস্যাল কাউন্সিল আবুল কাশেম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার আবু সালেহ, ছড়াকার মাহমুদুল্লাহ, শিশুসাহিত্যিক এনায়েত রসুল, বাংলাভিশনের প্রধান সম্পাদক আবদুল হাই সিদ্দিক, গবেষক ফয়জুল লতিফ চৌধুরী, শিশুসাহিত্যিক ও ভাষাবিদ অধ্যাপক তারিক মনজুর, কবি জাকির আবু জাফর, কথাসাহিত্যিক আলী আসকর, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ড. আলো আঞ্জুমান বানু, ছোটদের সময়ের ব্যবস্থপনা সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, কবি জব্বার আল নাঈম, শিশু সংগঠক ও লেখক মাহবুবুল হক, কবি আবিদ আজম প্রমুখ।
উৎসবে শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধির জন্য নিয়মিত শিশুসাহিত্য সভা আয়োজনের পাশাপাশি শিশুবান্ধব সমাজ বিনির্মাণের আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক