দ্বিজেন্দ্রলাল রায়ের স্মরণে শিল্পকলায় ‘সুরের দয়াল রায়’
বাঙালি মন, আশা ও অহংকারকে একসূত্রে বেঁধেছেন দ্বিজেন্দ্রলাল রায় তার কালজয়ী গান ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ -এর মাধ্যমে। বাংলা কাব্যসংগীতের আধুনিক রূপকারদের অন্যতম এই শিল্পীর স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘সুরের দয়াল রায়’ শিরোনামে মনোমুগ্ধকর এক অনুষ্ঠান ।
আগামী শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬:৪৫ মিনিটে একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই পরিবেশনা। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের তত্ত্বাবধানে এবং ভৈরবী গীতরঙ্গ দলের পরিবেশনায় গান, কবিতা, নৃত্য ও আলোকমালার সমন্বয়ে মঞ্চে জীবন্ত হয়ে উঠবে দ্বিজেন্দ্রলালের সুরের জাদু। প্রায় অর্ধশতাধিক শিল্পী একসঙ্গে তুলে ধরবেন তার বর্ণময় জীবন, দর্শন, দেশপ্রেম এবং গানের অসামান্যতাকে। নাট্য, সংগীত ও নৃত্যের ছন্দে তৈরি হবে এক সাংস্কৃতিক কাব্যগ্রন্থ, যেখানে দর্শক নতুন করে আবিষ্কার করবেন চিরপরিচিত দ্বিজেন্দ্রলাল রায়কে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া অনুষ্ঠানের ভাবনা ও নির্মাণে রয়েছেন তরুণ নির্দেশক ইলিয়াস নবী ফয়সাল।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছ বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সকল সংস্কৃতিপ্রেমী, গবেষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিককে এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এনটিভি অনলাইন ডেস্ক