ইহুদিদের উৎসবে গুলিবর্ষণ, বন্দুকধারীকে ঠেকানো কে এই মুসলিম ব্যক্তি
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে সশস্ত্র হামলার সময় একজন বন্দুকধারীর হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে নিষ্ক্রিয় করে ব্যাপক প্রশংসায় ভাসছেন একজন মুসলিম ব্যক্তি। জানা গেছে, এই সাহসী ব্যক্তি হলেন সিডনির স্থানীয় বাসিন্দা ও সাদারল্যান্ডে একটি ফলের দোকানের মালিক ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদ। খবর আনাদুলু ও রয়টার্সের।
আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, আহমেদ আল আহমেদ আক্রমণকারীর পিছন দিক থেকে এসে বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দেন। এই সাহসিকতার সময় তিনি দুবার গুলিবিদ্ধ হন। বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে আছেন তিনি। আহমেদ অনেক জীবন বাঁচিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতাল থেকে সেভেন নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে আহমেদের চাচাতো ভাই মুস্তাফা জানান, তার চাচাতো ভাইয়ের আজ রাতে অস্ত্রোপচার করা হয়েছে। দুই সন্তানের জনক আহমেদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনো অভিজ্ঞতা নেই। মুস্তাফা তার ভাই আহমেদকে ‘একজন নায়ক’ বলে অভিহিত করে জানান, অস্ত্রোপচারের পর আহমেদ স্থিতিশীল আছেন।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস আহমেদের প্রশংসা করে বলেছেন, ‘এটি আমার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য... সেই ব্যক্তি একজন প্রকৃত বীর, এতে কোনো সন্দেহ নেই। তার সাহসিকতার ফলে আজ রাতে অনেক, অনেক মানুষ বেঁচে আছে।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদকে ‘একজন অত্যন্ত সাহসী ব্যক্তি’ বলে অভিহিত করেছেন।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির বন্ডি বিচে এই সশস্ত্র হামলাটি ঘটে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, আক্রমণটি ইহুদি অস্ট্রেলিয়ানদের লক্ষ্য করে করা হয়েছিল। এই হামলায় ১৬ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন, যার মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে বন্ডি বিচে এক ইহুদি উৎসবে ৫০ বছর বয়সী এক বাবা ও তার ২৪ বছর বয়সী ছেলে এই হামলা চালায়। এই হামলায় একজন সন্দেহভাজন নিহত হয়েছে ও আরেকজন আহত সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক