যুদ্ধ ঠেকাতে যেকোনো প্রক্রিয়াকে স্বাগত জানায় ইরান, সৌদি যুবরাজকে পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করে বলেছেন, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে যুদ্ধ প্রতিরোধী যেকোনো প্রক্রিয়াকে তেহরান সর্বদা স্বাগত জানায়। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইরানের সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি অপরিহার্য।
আলোচনা নিয়ে ইরান প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, পেজেশকিয়ান তেহরানের প্রতি মুসলিম দেশগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, আঞ্চলিক অস্থিতিশীলতা কারও উপকারে আসে না। একইসঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ব্যাহত করার উদ্দেশ্যে মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক অভিযানের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান শান্তি, উত্তেজনা হ্রাস এবং সংঘাত প্রতিরোধের দিকে পরিচালিত করে এমন যেকোনো প্রক্রিয়াকে সমর্থন দিতে ইরান প্রস্তুত বলে আবারও উল্লেখ করেছেন।
ইরান প্রেসিডেন্টের কার্যালয় আরও জানায়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান পেজেশকিয়ানকে বলেছেন, রিয়াদ ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন বা উত্তেজনাকে প্রত্যাখ্যান করে। এই অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করতে ইরান এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত সৌদি আরব।

এনটিভি অনলাইন ডেস্ক