বিশ্বের বন রক্ষায় ৫০০ কোটি ডলারের তহবিল গঠন
ব্রাজিলে জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া বিশ্বনেতারা বিশ্বের বন রক্ষায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) একটি তহবিল চালু করেছেন। গাছ না কাটার জন্য গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোকে পুরস্কৃত করতে গঠন করা এই তহবিলে খুব দ্রুত পাঁচ বিলিয়ন ডলার (৫০০ কোটি ডলার) সংগ্রহ করার প্রতিশ্রুতি পাওয়া গেছে। খবর এএফপির।
প্রাথমিকভাবে পাওয়া এই আর্থিক প্রতিশ্রুতি বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করার জন্য প্রয়োজনের চেয়ে অনেক কম হলেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ‘ট্রপিক্যাল ফরেস্টস ফরএভার ফ্যাসিলিটি (টি-ট্রিপল এফ)’ নামের এই তহবিলকে ‘নজিরবিহীন’ হিসেবে বর্ণনা করেছেন।
ব্রাজিল এই তহবিলের রাজনৈতিক পৃষ্ঠপোষক। দেশটি ১২৫ বিলিয়ন ডলার তহবিলের একটি ব্যবস্থা তৈরি করতে চাইছে যাতে উন্নয়নশীল দেশগুলোকে তাদের অক্ষত রাখা প্রতি হেক্টর বনের জন্য লাভের একটি প্রদান করা হবে। এতে বেসরকারি বিনিয়োগকারীরা মূলত উদীয়মান বাজার বন্ডে বিনিয়োগ করা তহবিল থেকে মুনাফা পাবেন।
এ বিষয়ে আমাজন রেইন ফরেস্ট এলাকার একটি প্রান্তে অবস্থিত বেলেম এলাকার সম্মেলনস্থলে আইভরি কোস্টের প্রতিনিধি আবে আসামোই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের সাহায্য করার জন্য এই তহবিলটি সঠিক সময়ে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা অনেক বন হারিয়েছি, তবে আমরা আমাদের দেশকে বনভূমির মাধ্যমে পুনঃস্থাপন করার জন্য একটি ব্যাপক কৌশল বাস্তবায়ন করছি। আমাদের বেশকিছু উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে … আর তা বাস্তবায়নে অর্থের প্রয়োজন।’
ব্রাজিলের বেলেমে গতকাল বৃহস্পতিবার এই তহবিল চালু করা হয়। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বার্ষিক জলবায়ু আলোচনার আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এখানে একত্রিত হন।
‘টি-ট্রিপল এফ’ তহবিলের নকশাকারীরা এক বছরের মধ্যে বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে প্রাথমিকভাবে ১০ বিলিয়ন ডলার অনুদান সংগ্রহের পরিকল্পনা করেছিলেন। তবে এতে তেমন সাড়া না পাওয়ার কারণে তহবিলের পরিমাণ কমানো হয়েছিল। পরিকল্পনাকারীরা বলছেন ১০ বিলিয়ন ডলারের তহবিলকে দীর্ঘমেয়াদে ২৫ বিলিয়ন ডলারে উন্নীত করা উচিত। এই সূচনা অর্থ পরবর্তীতে ১০০ বিলিয়ন ডলার মূল্যের বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করবে।
ব্রাজিল এই তহবিলের জন্য প্রথম ১ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছিল এবং এর পাশাপাশি ইন্দোনেশিয়াও সমপরিমাণ অর্থের প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাজ্য বলেছে যে তারা কোনো অবদান রাখবে না, আর ফিনল্যান্ডের সরকার এএফপিকে বলেছে, অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন সম্পদ খুঁজে পাওয়া কঠিন হবে।
ফ্রান্স একটি শর্তসাপেক্ষ ৫০০ মিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি দিয়েছে, পর্তুগাল আরও বিনয়ী ১ মিলিয়ন ডলার যোগ করেছে এবং জার্মানি একটি অনির্দিষ্ট পরিমাণ অর্থের প্রতিশ্রুতি দিয়েছে।
নরওয়ে বৃহস্পতিবার ঋণের জন্য ৩০ বিলিয়ন ক্রোনারের (৩ বিলিয়ন ডলার) প্রতিশ্রুতি দিয়েছে, তবে এর সঙ্গে শর্ত যুক্ত রয়েছে।
নরওয়েজিয়ান সরকার এক বিবৃতিতে বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এবং জীববৈচিত্র্যের ক্ষতি সীমাবদ্ধ করতে বন উজাড় বন্ধ করা অত্যাবশ্যক।
ব্রাজিল ৭০টিরও বেশি উন্নয়নশীল দেশকে চিহ্নিত করেছে যারা তহবিল থেকে বার্ষিক অর্থ প্রদানের জন্য যোগ্য হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক