স্বর্ণের নেকলেস চুরি করে ধরা, জরিমানার মুখে নারী
দুবাইয়ের একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে চুরির অভিযোগে একজন ইউরোপীয় নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দোকানের সিসিটিভি ক্যামেরায় তাকে ১০ হাজার দিরহাম মূল্যের একটি নেকলেস সবার অগোচরে নিতে দেখা যায়। এ ঘটনায় ধরা পড়ার পর তাকে মোট ১৫ হাজার দিরহাম জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে। খবর খালিজ টাইমসের।
দুবাইয়ের একটি আদালত ওই নারীকে পাঁচ হাজার দিরহাম জরিমানা এবং চুরি হওয়া জিনিসের জন্য ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ১০ হাজার দিরহাম প্রদান করতে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
খবরে বলা হয়, চলতি বছরের মার্চে এ ঘটনা ঘটে। ওই নারীর দোকানে যাওয়ার পরপরই দোকানের একজন বিক্রয়কর্মী নেকলেসটি সরিয়ে ফেলার বিষয়টি লক্ষ্য করেন। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী নেকলেসটি তার হ্যান্ডব্যাগে রেখে দোকান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান।
পুলিশ সন্দেহভাজন ওই নারীকে তার গাড়ির মাধ্যমে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের সময়, ওই নারী নেকলেসটি নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, এটি চুরি করার উদ্দেশ্যে নেননি।
ওই নারী বলেন, তিনি সেসময় তার বোনের মৃত্যুর খবর পেয়েছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন : দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
তবে আদালত ওই নারীর আইনজীবীর এ ধরনের যুক্তি প্রত্যাখ্যান করেন এবং তাকে চুরির জন্য দোষী সাব্যস্ত করেন।

এনটিভি অনলাইন ডেস্ক