আবারও বাড়ল স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মার্কিন চাকরির প্রতিবেদন প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা জোরদার হয়েছে, যার প্রভাবে নিম্নমুখী হয়েছে ডলারের সূচক। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক বাজারে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৩১০ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। ডলারের মান দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা এখন আরও সাশ্রয়ী হয়ে উঠেছে।
আরও পড়ুন : যে কারণে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম
নভেম্বরে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৬ শতাংশ হয়েছে, যা প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি। অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন এই হার ৪ দশমিক ৪ শতাংশের মধ্যে থাকবে।
বাজার বিশ্লেষক বব হ্যাবারকর্ন মনে করেন, বেকারত্ব বাড়ায় এখন কেন্দ্রীয় ব্যাংকের জন্য সুদের হার কমানো সহজ হবে। আর সুদের হার কমলে সাধারণত বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে বেশি ঝুঁকে পড়েন, ফলে বাজারে স্বর্ণের দাম ও চাহিদা— দুই-ই বেড়ে যায়।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
বাজার বিশ্লেষকদের মতে, ২০২৫ সালের শেষে স্বর্ণের দাম চার হাজার ৪০০ ডলারের ওপরে থাকলে ২০২৬ সালে তা আউন্স প্রতি চার হাজার ৮৫৯ থেকে পাঁচ হাজার ৫৯০ ডলারে পৌঁছাতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক