ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুনে নিহত ২২
ইন্দোনেশিয়ায় রাজধানী জাকার্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরের কেন্দ্রস্থলের কেমায়োরানের একটি সাততলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ জন নারী ছিলেন, যাদের মধ্যে একজন গর্ভবতী। খবর এএফপির।
পুলিশের প্রাথমিক ধারণা, ভবনের নিচতলায় একটি ড্রোনের ব্যাটারি বিস্ফোরিত হওয়ার কারণে এই আগুনের সূত্রপাত হয়েছিল, যা দ্রুত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।
সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সুসাটিও পুরনমো কোন্ড্রো এই অগ্নিকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ফরেনসিক ল্যাবরেটরি দল অগ্নিকাণ্ডের সঠিক কারণ বের করতে এখনও তদন্ত করছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের খাবারের সময় আগুন লাগে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন বড় আকার ধারণ করে। জাকার্তা ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুন নেভানোর জন্য কমপক্ষে ১০০ জন দমকলকর্মী ও ২৯টি ফায়ার ট্রাক মোতায়েন করা হয়েছিল। ভবনটি খালি করার সময় স্থানীয় একজন পুলিশ কমান্ডারও আহত হন।
পুলিশ প্রধান সুসাটিও জানান, বেশিরভাগ ভুক্তভোগীর শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা মূলত শ্বাসবন্ধ হয়ে মারা গেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক