তেলাপোকা আতঙ্কে তরুণীর কাণ্ড, প্রাণ গেল একজনের
দক্ষিণ কোরিয়ায় এক অদ্ভুত ঘটনা ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। দেশটির ওসান শহরে এক নারী তেলাপোকা মারার চেষ্টা করার সময় দুর্ঘটনাবশত তার অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায়। এ অগ্নিকাণ্ডে ওই নারীর এক প্রতিবেশীর মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ২০ বছর বয়সী ওই তরুণী তেলাপোকাটি পোড়াতে একটি লাইটার এবং একটি দাহ্য স্প্রে একসঙ্গে ব্যবহার করেছিলেন। এরপর আগুন দ্রুত ঘরের জিনিসপত্রে ছড়িয়ে পড়ে। এরপর আগুন তার পুরো অ্যাপার্টমেন্টে এবং একপর্যায়ে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ওই আগুনে ভবনটির পঞ্চম তলার বাসিন্দা ৩০ বছর বয়সী এক চীনা নারীর মৃত্যু হয়। তিনি স্বামী এবং দুই মাস বয়সী সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন। তবে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় বাসা থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে ওই দম্পতি তাদের সন্তানকে জানালা দিয়ে পাশের অ্যাপার্টমেন্টের এক প্রতিবেশীর হাতে তুলে দেন। এরপর স্বামী নিরাপদে বের হতে সক্ষম হন। কিন্তু ওই নারী বের হওয়ার চেষ্টা করার সময় পড়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কয়েক ঘণ্টা পরে তার মৃত্যু হয়।
ভবনটির নিচতলায় বাণিজ্যিক ইউনিট এবং উপরে ৩০টিরও বেশি আবাসিক ইউনিট রয়েছে। অগ্নিকাণ্ডে ওই ভবনের একাধিক বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন কমপক্ষে আটজন।
পুলিশ জানিয়েছে, তারা এই অগ্নিকাণ্ডের জন্য দায়ী তরুণীর বিরুদ্ধে অবহেলার কারণে প্রাণহানি এবং আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা করছে।

এনটিভি অনলাইন ডেস্ক