প্রাডা ব্যাগ কাঁধে কানাডায় ‘ভিক্ষা করছেন’ ভারতীয় নারী, ভিডিও ভাইরাল
কানাডার একটি রেলস্টেশনে প্রাডা ব্র্যান্ডের ব্যাগ কাঁধে নিয়ে এক ভারতীয় নারীকে ভিক্ষা করতে দেখা গেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি দেখে অনেকেই হতবাক হয়েছেন।
ভিডিওতে দেখা যায়, ওই নারী হাতে কার্ডবোর্ড নিয়ে স্টেশনের মেঝেতে বসে আছেন, পাশে একটি প্রাডা স্লিং ব্যাগ। হঠাৎ ক্যামেরায় ধরা পড়তেই তিনি কার্ডবোর্ড দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেন এবং পরে উঠে চলে যান। ভিডিওর শেষাংশে কানাডার শহর ভন (Vaughan) লেখা সাইনবোর্ডও ধরা পড়ে।
তবে শুধুমাত্র ভিডিও দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তিনি আসলেই ভিক্ষা করছিলেন নাকি কেবল বসে ছিলেন।
ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে থাকেন। অনেকে একে “নকল ভিক্ষুক” বলে সমালোচনা করেছেন। এক মন্তব্যে লেখা হয়েছে, “শারীরিকভাবে সুস্থ-সবল দেখাচ্ছে, তাহলে কাজ না করে ভিক্ষা কেন?”
আবার কেউ লিখেছেন, “হয়তো তিনি ভিক্ষা করছিলেনই না, কেবল বসে ছিলেন।”
একজন মন্তব্য করেছেন, “কানাডায় ভিক্ষা করা বেআইনি, তবে একে ‘প্যানহ্যান্ডলিং’ বলা হয়।”
অন্য আরেকজন লিখেছেন, “অনেকেই ভাবে বিদেশে জীবন সহজ হবে, কিন্তু বাস্তবে পরিবারের নিরাপত্তা, সাপোর্ট সবকিছু হারিয়ে যায়। আগে পার্ট-টাইম কাজ পাওয়া সহজ ছিল, এখন অনেক বেশি প্রতিযোগিতা।”
কেউ কেউ আবার এটিকে সাজানো ঘটনা বা সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়ানোর কৌশল বলেও সন্দেহ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “হয়তো রিলস বানানোর জন্যই করেছেন।”

এনটিভি অনলাইন ডেস্ক