বিমান বিধ্বস্তে প্রাণ হারাল ব্যবসায়ীর পুরো পরিবার
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক ধনী ইস্পাত ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যসহ বিমানে থাকা ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন।
গত রোববার (২৯ জুন) সকালে ইয়াংস্টাউন আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র সাত মিনিট পর এই দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি নিয়ে মন্টানায় ছুটিতে কাটাতে যাচ্ছিল পরিবারটি। বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল পশ্চিমে একটি ঘন জঙ্গলযুক্ত এলাকায় একটি বাড়ির পেছনের উঠোনে বিমানটি বিধ্বস্ত হয়।
নিহতরা হলেন-লিবার্টি স্টিল ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডের মালিক জেমস জিম ওয়েলার (৬৭), তার স্ত্রী ভেরোনিকা (৬৮), তাদের ছেলে জন (৩৬) ও পুত্রবধূ মারিয়া (৩৪)। এছাড়া বিমানের দুই পাইলট জোসেফ ম্যাক্সিন (৬৩) ও কো-পাইলট টিমোথি ব্লেক (৫৫) এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
হাওল্যান্ড টাউনশিপ ফায়ার চিফ রেমন্ড পেস এই দুর্ঘটনাকে এলাকার ইতিহাসের সবচেয়ে মারাত্মক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ঘন জঙ্গলের কারণে প্রাথমিক উদ্ধারকর্মীদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে। তবে শেষ পর্যন্ত তারা মরদেহগুলো উদ্ধার করতে সক্ষম হন। বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক