কাতারের আমির ও ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তারা আল উদেইদে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা নিয়ে আলোচনা করেছেন। খবর আলজাজিরার।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, আমির শেখ তামিম জোর দিয়ে বলেছেন, কাতার সর্বদা ‘ভালো প্রতিবেশীসুলভ আচরণের নীতি মেনে চলে’ এবং ইরানের কাছ থেকে তিনি ‘এ ধরনের বৈরী আচরণ আশা করেননি’।
শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, আমির সম্ভাব্য কূটনৈতিক ও আইনি প্রতিক্রিয়ার কথা বলেছেন। একইসঙ্গে তিনি ‘বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণের মধ্যে নেওয়া উচিত এবং এটিকে আমাদের পেছনে ফেলে দেওয়া উচিত’ বলে জোর দিয়েছেন।
কাতারের প্রধানমন্ত্রী এই অঞ্চলে সৃষ্ট বৈরিতাপূর্ণ পরিস্থিতিকে ‘গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধের চূড়ান্ত প্রতিফলন’ হিসেবে অভিহিত করেছেন। কাতার এই অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া অস্থিরতা প্রশমনের জন্য কাজ করে আসছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বলেন, ‘এই অঞ্চলে ইসরায়েলের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বন্ধ করতে সমগ্র বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।’

এনটিভি অনলাইন ডেস্ক