এক বানরে বিদ্যুৎ বিভ্রাটে শ্রীলঙ্কা
এক বানরের কারণে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়। দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিডে ঢুকে বানরটি সারা দেশে অচলাবস্থা তৈরি করে।
গতকাল রোববার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় এই গোলযোগ। কয়েক ঘণ্টার এই বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগে পড়ে দেশটির সাধারণ জনগণ। খবর বিবিসির।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দেশটির জ্বালানি মন্ত্রী কুমারা জায়াকোদি জানিয়েছেন, ‘বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে একটি বানর। এতে করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। এ ঘটনার পর প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করেন।’
সিলন বিদ্যুৎ বোর্ড (সিইবি) জানিয়েছে, কলম্বোর দক্ষিণের একটি সাব-স্টেশনে জরুরি অবস্থার কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। কয়েক ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তবে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সিইবি।
গভীর অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালের গ্রীষ্মে শ্রীলঙ্কা কয়েক মাসব্যাপী দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট সহ্য করেছিল। তখন জ্বালানি সংকটের কারণে তাপবিদ্যুৎকেন্দ্রগুলো দিনে ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সংরক্ষণ করতে বাধ্য হয়।

এনটিভি অনলাইন ডেস্ক