আফগানিস্তানকে ভারতের ‘দালাল‘ বললেন পাকিস্তানের মন্ত্রী
 
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন, আফগান ভূখণ্ডকে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে একটি ‘নিম্ন-তীব্রতার যুদ্ধ’ চালাচ্ছে ভারত। তার দাবি, গত মে মাসে ইসলামাবাদের সঙ্গে চার দিনের সামরিক সংঘাতে ‘সুস্পষ্টভাবে পরাজিত’ হওয়ার পরই ভারত এই কৌশল নিয়েছে এবং আফগানিস্তানকে ব্যবহার করে সেই পরাজয়ের শোধ নিতে চাইছে।
সম্প্রতি আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ এই মন্তব্য করেন। তার এই বক্তব্য সম্প্রতি সন্ত্রাসবাদী ঘটনা এবং সীমান্ত সংঘাতের প্রেক্ষিতে কাবুল সরকারের বিরুদ্ধে পাকিস্তানের ক্রমাগত সমালোচনারই অংশ।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডনের প্রতিবেদনে তথ্য জানানো হয়।
প্রতিরক্ষামন্ত্রী আসিফ জোর দিয়ে বলেন, আফগানিস্তান এখন ‘ভারতের প্রক্সি’ বা দালালে পরিণত হয়েছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি তার বক্তব্যের স্বপক্ষে প্রমাণ থাকার দাবি করে বলেন, দুই দেশের সীমান্তে সংঘর্ষ যখন শুরু হয়, তখন আফগান বিদেশমন্ত্রী ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে ছিলেন। ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক, ‘উভয় দেশের সরকার নির্বিশেষে’ সবসময়ই পাকিস্তানের জন্য ক্ষতিকর ছিল এবং এই সম্পর্কে একটি ধারাবাহিকতা রয়েছে।
আসিফ বলেন, ভারত আমাদের বিরুদ্ধে আফগান ভূখণ্ড থেকে একটি নিম্ন-তীব্রতার যুদ্ধ চালাচ্ছে এবং... (এর মাধ্যমে) তারা গতবারের হিসাব মেটাতে চাইছে, যখন তারা সুস্পষ্টভাবে পরাজিত হয়েছিল। তাদের সাতটি বিমান খোয়া গিয়েছিল। তিনি যোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বহুবার এই সংঘাতে সাতটি বিমান খোয়া যাওয়ার কথা উল্লেখ করেছেন।
 
প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় (ভারত) বা পশ্চিমাঞ্চলীয় (আফগানিস্তান) সীমান্তে কোনো ধরনের লঙ্ঘন ঘটলে ইসলামাবাদ তার কঠোর জবাব দেবে। তিনি বলেন, যদি সীমান্তের ওপার থেকে কোনো প্রকার হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায়, তবে পাকিস্তান প্রতিশোধ নিতে ভেতরে প্রবেশ করে ‘হিসাব চুকিয়ে নেবে‘।
গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীতে পাকিস্তানের সেনা পাঠানোর বিষয়ে জানতে চাওয়া হলে আসিফ জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শান্তি বজায় রাখতে প্রয়োজন হলে ইসলামাবাদ সেই বাহিনীর অংশ হতে ইচ্ছুক।

 
                   এনটিভি অনলাইন ডেস্ক
                                                  এনটিভি অনলাইন ডেস্ক
               
 
 
 
