টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস
টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর যুক্তরাজ্যের ইকনোমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি ও সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে এ পদে নিয়োগ করেন।
এর আগে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী (ইকনোমিক সেক্রেটারি) পদ থেকে পদত্যাগ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ।
নবনিযুক্ত ৪৭ বছর বয়সী এমা রেনল্ডস গত বছর দেশটির পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন। এ নির্বাচনের মধ্য দিয়ে ১৪ বছর বিরোধী দলে থাকার পর লেবার পার্টি ক্ষমতায় ফিরে আসে।
এমা রেনল্ডস বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনি এলাকায় প্রতিনিধিত্ব করেন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার অর্থনৈতিক কেলেঙ্কারির বিয়য়টি আলোচনায় আসে।

এনটিভি অনলাইন ডেস্ক