মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২, আহত ৮০
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করার সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।
স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) বারিয়া স্টেডিয়ামের প্রবেশপথে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে যোগ দিতে সেখানে প্রায় ৫০ হাজার দর্শক জড়ো হয়েছিলেন।
আন্তানানারিভোর একটি হাসপাতালে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে সাংবাদিকদের বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ১২ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।
মাদাগাস্কারে এবার ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে মরিশাস, সেশেলস, কোমোরোস, মাদাগাস্কার, মায়োট ও মালদ্বীপের ক্রীড়াবিদরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকা মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা প্রাণহানির ঘটনায় এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘এই দুঃখজনক ঘটনা ঘটেছে, কারণ সেখানে ধাক্কাধাক্কি হয়েছিল। প্রবেশ করতে গিয়ে অনেকে হতাহত হয়েছেন।’
টিভিতে সম্প্রচারিত ফুটেজে ধাক্কাধাক্কির মধ্যে অনেককে হারিয়ে যাওয়া জুতাগুলো খুঁজে বের করার চেষ্টা করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ দেখা গেছে। ২০১৯ সালে মহামাসিনা স্টেডিয়ামে অনুরূপ এক ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক