ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের দ্বিতীয় স্থান
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া কুয়ালালামপুর (ইউটিএমকেএল)-এ অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কালচারাল ডে ২০২৫। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে বাংলাদেশি শিক্ষার্থীরা দ্বিতীয় স্থান অর্জন করেছে।
ইভেন্টে ১০টি দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের স্টলে বাংলার বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি উপস্থাপন করে দেশীয় খাবার, ঐতিহ্যবাহী সাজসজ্জা ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে দর্শকদের মন জয় করে। বিশেষত পিঠা, মিষ্টান্ন, দেশীয় স্বাদের বিরিয়ানি এবং বাহারি মসলা মাখানো ঝালমুড়ি দর্শকদের কাছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচয় তুলে ধরে। বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি নৃত্য ও গান পরিবেশন বিচারকদের নজর কাড়ে এবং তাদের দ্বিতীয় স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্য দেশগুলো থেকেও অংশগ্রহণ ছিল সমান চিত্তাকর্ষক। চীনের ডাম্পলিং, পাকিস্তানের চাই কারাক, সুদানের ফালাফেল, আলজেরিয়ার শাকশুকা, ফিলিস্তিনের মাকলুবা, ইয়েমেনের মিষ্টি পরোটা, মিশরের তা’আমেয়া, মালয়েশিয়ার পপিয়াহ ও লাখসা দর্শকদের জন্য স্বাদ, গল্প ও ঐতিহ্যের সমন্বয় তৈরি করেছে।
এই বছর অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এটি আই এস এস ইউ টি এম কে এল-এর ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নাহিদের দায়িত্বকালীন প্রথম আন্তর্জাতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি ছাত্রসমাজে নতুন নেতৃত্ব ও উদ্যোগের উপস্থিতি তুলে ধরে।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
আবদুল্লাহ আল নাহিদ এনটিভি অনলাইনকে জানান, সংস্কৃতি জাতি ও মানুষকে একত্রিত করে। অনুষ্ঠানটি বৈচিত্র্য উদযাপন করার পাশাপাশি আন্তঃসাংস্কৃতিক বন্ধুত্বের মঞ্চ হিসেবে কাজ করেছে।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া