কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ১৫
কেনিয়ার পূর্বাঞ্চলে গার্সিয়া বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে ১৫ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে ১২ জনেরও বেশি। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
কেনিয়ার ন্যাশনাল পুলিশ সার্ভিস জানিয়েছে, বন্দুকধারীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের প্রহরীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্য প্রহরীদের ওপর গুলিবর্ষণ করা হয়।
আক্রমণকারীরা ছাত্রাবাসে ঢুকে যেতে পেরেছে। যা জিম্মি ঘটনার সম্ভাবনা বাড়াচ্ছে।
কেনিয়া রেডক্রস জানিয়েছে, এ ঘটনায় আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। কেনিয়ার জাতীয় দুর্যোগ সংক্রান্ত কেন্দ্র জানিয়েছে আহতদের বেশির ভাগই গুলিবর্ষণের কারণে আহত হয়েছে।
পুলিশ কর্মকর্তা মুসা ইয়েগো অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, পুলিশ ও সেনাবাহিনী ভবনটি ঘিরে রেখেছে।
কেনিয়ায় রেডক্রসের প্রধান আব্বাস গুলেত বলেছেন, এখনো ওই এলাকায় সংঘর্ষ চলছে। কেননা নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়টিকে দুর্বৃত্তদের কাছ থেকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে।
কেনিয়ার জাতীয় দুর্যোগ সংক্রান্ত কেন্দ্র টুইটারে জানিয়েছে চারটির মধ্যে তিনটি ছাত্রাবাস নিরাপদে আছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলেছে, দুর্বৃত্তরা এর আগে সকালে নামাজের সময় মসজিদে আক্রমণ করে। দুর্বৃত্তরা নির্বিচারে গুলি বর্ষণ করেছে।
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সোমালিয়ার সীমান্তবর্তী এলাকায় হামলাগুলোর দায় স্বীকার করে আল-কায়েদার সঙ্গে জড়িত ইসলামি জঙ্গি গোষ্ঠী আল শাবাব।
গত বছর সোমালিয়ার সীমান্তবর্তী এলাকায় মান্দেরায় এক হামলার কথা স্বীকার করে আল শাবাব। ওই ঘটনায় ১২ জন নিহত হয়।
গত বছর ওই এলাকায় আল শাবাব একটি বাস ছিনতাই করে ২৮ জন অমুসলিমকে হত্যা করে। এর ১০ দিন পর ৩৬ মুসলিমকে গুলি করে হত্যা করে ওই জঙ্গি গোষ্ঠী।
পুলিশ জানিয়েছে, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কেনিয়ায় ৩১২ জনকে হত্যা করেছে আল শাবাব। ওই সময় গার্সিয়াতে ৩৮ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়।

অনলাইন ডেস্ক