যেকোনো লক্ষ্যে আঘাত হানার হুঁশিয়ারি রাশিয়ার
তুরস্ক যুদ্ধবিমান ভূপাতিত করার পর কঠোর অবস্থান নিয়েছে রাশিয়া। এরই মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা হতে পারে বলেও জানিয়েছে। পাশাপাশি সামরিক দিক থেকেও কড়া পদক্ষেপ নিয়েছে। তুরস্কের সাথে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করার কথা ভাবছে। একই সাথে হুমকি মনে হলে যেকোনো লক্ষ্যে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
রাশিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বিমান ভূপাতিত করার ঘটনায় শীর্ষ নেতারা তিনটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। সেগুলো হলো- (১) প্রতিটি আক্রমণকারী দলের অভিযান চলবে ফাইটার জেটের বেশে; (২) আকাশপথের নিরাপত্তা বাড়াতে লাটাকিয়া উপকূলে মসকা গাইডেড মিসাইল ক্রুজার মোতায়েন করা হবে। কোনো কিছুকে বিপদজ্জনক মনে হলে তা ধ্বংস করা হবে; এবং (৩) তুরস্কের সঙ্গে সামরিক যোগাযোগ বন্ধ করা হবে।
রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সেরগেই রুদসকয় তুরস্কের কঠোর সমালোচনা করেছেন। তিনি সিরিয়ার আকাশসীমায় যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
সেরগেই রুদসকয় বলেন, ‘আমরা সতর্ক করে দিচ্ছি, কোনোকিছুকে হুমকি মনে করলে তা ধ্বংস করে দেওয়া হবে।’

অনলাইন ডেস্ক