জোড়া বোমা হামলায় নাইজেরিয়ায় নিহত ৪৫
নাইজেরিয়ায় জস শহরে বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। ছবি : এএফপি
পরপর দুটি বোমা হামলায় নাইজেরিয়ায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আজ সোমবার সকালে দেশটির মধ্যাঞ্চলের প্যাটেউ রাজ্যের রাজধানী জস শহরে এই বোমা হামলার ঘটনা ঘটে। এদিকে বোমা হামলার পর বিকেলে মধ্যপ্রাচ্যসহ আফ্রিকার কিছু অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে এএফপি।
নাইজেরিয়ার ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (নেমা) বরাতে এএফপি জানিয়েছে, হামলায় ৪৫ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে। নেমা নাইজেরিয়ার জাতিসংঘসহ দাতা দেশগুলোর সাহায্য তদারকি করে এবং প্রধান ত্রাণ সংস্থা হিসেবে কাজ করে। এর আগে গতকাল রোববার রাতে ওই এলাকার একটি মসজিদে হামলার ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়।

অনলাইন ডেস্ক