রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন
রাশিয়ার নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন মিখাইল মিশুস্তিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মনোনয়নের পরিপ্রেক্ষিতে মিশুস্তিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা’র ৪২৪ সদস্যের মধ্যে ৩৮৩ জনই মিশুস্তিনকে সমর্থন দিয়েছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে কেউই মিখাইল মিশুস্তিনের বিপক্ষে ভোট দেননি। তবে পার্লামেন্টের ৪১ জন সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন।
এর আগে গত বুধবার সংসদে দেওয়া এক ভাষণে গণভোটের মাধ্যমে সংবিধানে বড় ধরনের সংশোধনী আনার প্রস্তাব দেন পুতিন। তাঁর ভাষণের পরপরই প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পদত্যাগ করেন।
এর পরদিনই রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা’র অনুমোদনের পরিপ্রেক্ষিতে ৫৩ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন পুতিন।

অনলাইন ডেস্ক