ছয় দশক ধরে অবিচল দাঁড়িয়ে আছে কাপ্তাইয়ের পিলার বিহীন মসজিদ

ছয় দশক ধরে অবিচল দাঁড়িয়ে আছে কাপ্তাইয়ের পিলার বিহীন মসজিদ। কর্ণফুলি পেপার মিলস কর্তৃপক্ষের নির্মিত এই মসজিদটি কর্ণফুলি পেপার মিলস বড় মসজিদ নামেও পরিচিত। পাহাড়ের সবুজ মনোরম শীতল পরিবেশে ১৩ হাজার বর্গফুটের এই মসজিদটি স্থানীয় মুসল্লিদের যেমন প্রিয়, তেমনি এর বিশেষত্ব নজর কেড়েছে দেশি বিদেশি পর্যটকদেরও।  স্তম্ভ বা পিলার ছাড়া কোনো ভবন নির্মাণের কথা কেউ কল্পনা না করলেও, রাঙামাটির কাপ্তাইয়ে ৫৯ বছর আগে...