টস হেরে চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিং করবে ঢাকা
টস করছেন দুই দলের অধিনায়ক। ছবি : চট্টগ্রাম রয়্যালস
বিপিএলের গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস আর চট্টগ্রাম রয়্যালস। জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্যে টস হেরে ব্যাটিং করবে ঢাকা ক্যাপিটালস।
আজ রোববার (১৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী।
নিজেদের সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকার। এখন শেষটা জয় রাঙানোর লক্ষ্য তাদের। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট ঢাকার।
অন্যদিকে, দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রাম রয়্যালসের। আজ ঢাকার বিপক্ষে বড় ব্যবধানে না হারলেই দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ খেলবে তারা।

স্পোর্টস ডেস্ক