‘ভারতের আধিপত্যে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না আইসিসি’
আইসিসিতে ভারতের আধিপত্য নিয়ে সমালোচনা নতুন নয়। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত। এ নিয়ে আইসিসি এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এমনকি, বাংলাদেশকেও মুস্তাফিজুর রহমানকে ছাড়া বিশ্বকাপ খেলতে যাওয়ার পরামর্শ দেওয়ার কথাও শোনা গেছে।
এসব ঘটনার পর আইসিসিতে ভারতের আধিপত্য নিয়ে তৈরি হওয়া সমালোচনা আরও বেড়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় ভারতীয়দের আধিপত্য নিয়ে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাঈদ আজমল। তিনি মনে করেন, এমন আচরণের কারণে আইসিসি তার গ্রহণযোগ্যতা ও গুরুত্ব হারাচ্ছে।
আইসিসির সভাপতি জয় শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক সচিব। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সংযোগ গুপ্তও ভারতীয়। এ ছাড়া সংস্থাটির উচ্চ পদস্থ কর্মকর্তাদের অনেকেই ভারতীয়।
এতে ভারত বাড়তি সুবিধা পায় বলে মনে করেন সাঈদ আজমল। তিনি বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তাহলে এই সংস্থার অস্তিত্বেরই কোনো প্রয়োজন নেই। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কারণে আইসিসি পক্ষপাতহীনভাবে বিশ্ব ক্রিকেটের স্বার্থে কাজ করতে পারছে না।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। নিরাপত্তা ইস্যু দেখিয়ে সেখানে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। ফলে হাইব্রিড মডেলে হয় সেই আসর।
এ প্রসঙ্গে আজমল বলেন, ‘ভারতের পাকিস্তানে না খেলার পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তবে আইসিসি ভারতীয়দের নিয়ন্ত্রণে থাকায় তারা কিছু করতে পারছে না।’

স্পোর্টস ডেস্ক